ক্ষেত্র ও আইন ০২ – সমাজের ক্ষেত্রের বর্ণনা

বাইবেল সমাজের ক্ষেত্র অনুসারে রং দিলে বা অধ্যয়ন করলে নিচে দেওয়া বিষয়গুলো লক্ষ্য রাখুন:
সরকার
এই ক্ষেত্রে পড়ে (আধুনিক ভাষায়):
  • সংবিধান , আইন
  • নির্বাচন
  • পুলিশ, সৈন্য
  • বিচার, আদালত
  • শাস্তির পদ্ধতি
  • ব্যবস্থাপনা
 
 
 
 বাইবেলে রং দেওয়ার সময় খুঁজুন:
  • আইন
  • নেতৃত্ব, নেতা নিযুক্ত, রাজা
  • সরকারি প্রশাসন
  • আইন-প্রণয়ন, কার্যনির্বাহী পরিষদ, বিচার বিভাগ
  • সৈন্য, নিরাপত্তা, আইন-শৃঙ্খলা, সীমানা সুরক্ষা
  • আন্তর্জাতিক সম্পর্ক
  • দণ্ডনীতি
  • সমাজের উন্নয়ন, …
 
অর্থনীতি
এই ক্ষেত্রে পড়ে (আধুনিক ভাষায়):
  • জমি ভাগ
  • কৃষিকাজ
  • বাণিজ্য
  • খাবারের উৎপাদন
  • খনিজ-সম্পদের উৎপাদন
  • জিনিস বা পণ্যের উৎপাদন
 
 
 
বাইবেলে রং দেওয়ার সময় খুঁজুন:
  • অর্থনৈতিক মূল্যবোধ ও নীতি
  • কাজ, কাজের মনোভাব, বিশ্রাম, অলসতা
  • ব্যবসা-বাণিজ্য, মুদ্রা
  • ঋণ
  • কৃষি কাজ, জমি, উত্তরাধিকার
  • শ্রমিক, বেতন, শ্রমিক অধিকার
  • ব্যবস্থাপনা, মালিকানা, তত্ত্বাবধায়ক হওয়া
 
 
বিজ্ঞান ও প্রযুক্তি ডোমেইন
এই ক্ষেত্রে পড়ে (আধুনিক ভাষায়):
  • বিশুদ্ধ পানি
  • ধোয়ার পানি
  • জলসেচন
  • পয়ঃনিষ্কাশন ব্যবস্থা
  • বর্জ্য রক্ষণাবেক্ষণ
  • জমির উর্বরতা
  • রাস্তা-ঘাট
  • জলপথ
 
বাইবেলে রং দেওয়ার সময় খুঁজুন:
  • স্বাস্থ্য, পরিষ্কার-পরিছন্নতা
  • পুষ্টি, ঔষধ পত্র
  • সৃষ্টি, প্রকৃতি, পরিবেশ, পরিবেশ সুরক্ষা
  • বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গবেষণা, বিদ্যা,
  • জীব-জন্তু
ধর্ম ডোমেইন
এই ক্ষেত্রে পড়ে (আধুনিক ভাষায়):
  • পালক, শিক্ষক, প্রচারক
  • বাইবেল প্রশিক্ষণ
  • বাইবেল স্কুল
  • বাইবেলের অনুবাদ
  • পরামর্শমূলক কাজ
  • সান্ডে স্কুল কার্যক্রম
  • ইয়ুথ কার্যক্রম
  • অন্যদের সেবা
  • বই, সাহিত্য, শিক্ষা
বাইবেলে রং দেওয়ার সময় খুঁজুন:
  • ধর্মীয় নিয়ম
  • প্রার্থনা, ধ্যান
  • প্রশংসা, আরাধনা, গানবাজনা
  • যাজকত্ব, লেবীয়, ভাববাদী, নাসরীয়
  • তাম্বু, মন্দির, সমাজ গৃহ
  • পর্ব, উৎস
  • উৎসর্গ, দান, দশমাংশ, প্রথম ফসল
  • চুক্তি, শপথ, প্রতিজ্ঞা
  • দেবতাপূজা
 
 
এই ক্ষেত্রে পড়ে (আধুনিক ভাষায়):
  • পরিবার রক্ষাকারী আইন
  • নারী অধিকার
  • শিশু অধিকার
  • পরামর্শমূলক কাজ
  • পরিবারকে সমর্থনকারী ব্যবস্থা
  • ভাঙ্গা পরিবারের জন্য সমর্থন (বিধবা, এতিম, স্বামী-পরিত্যক্ত, নির্যাতিত, অবিবাহিত মা,…)
বাইবেলে রং দেওয়ার সময় খুঁজুন:
  • স্বামী, স্ত্রী, বিবাহ
  • সন্তান প্রতিপালন করা
  • আত্মীয়, বিধবা, অনাথ
  • সম্পর্কের মূল্যবোধ
  • যৌন সম্পর্ক …
 
শিক্ষা ডোমেইন
এই ক্ষেত্রে পড়ে (আধুনিক ভাষায়):
  • প্রাথমিক বিদ্যালয়
  • মাধ্যমিক বিদ্যালয়
  • কলেজ
  • বিশ্ববিদ্যালয়
  • কারিগরি স্কুল বা বৃত্তিমূলক প্রশিক্ষণ
  • স্বাস্থ্য শিক্ষা
  • শিক্ষক প্রশিক্ষণ
 
বাইবেলে রং দেওয়ার সময় খুঁজুন:
  • শিক্ষা দান, শেখা
  • ব্যবহারিক প্রশিক্ষণ, দক্ষতা দান
  • মন, চিন্তা, যুক্তি, স্মরণ রাখা, যুক্তিতর্ক, ব্যাখ্যা
  • সেবাযত্ন
  • আবিষ্কার, প্রজ্ঞা, জ্ঞান, কৌতূহল
 
যোগাযোগ
এই ক্ষেত্রে পড়ে (আধুনিক ভাষায়):
  • বিভিন্ন প্রকাশনা, বই প্রকাশ
  • খবরের কাগজ, পত্রিকা
  • বেতার, টি.ভি.
  • চিঠি, পোষ্ট, ফোন
  • ইন্টারনেট
  • ভাষা শেখা, অনুবাদ
 
 
বাইবেলে রং দেওয়ার সময়ে খুঁজুন:
  • গণমাধ্যম
  • লেখক, বার্তাবাহক
  • উক্তি, সংবাদ, লেখা, বই, গুটানো বই (স্ক্রল), খোদাই করা লেখা
  • জিহ্বা, কথা, গল্প, গল্প বলা
  • চিহ্ন, স্মৃতি স্তম্ভ
  • চুক্তি, শপথ, সন্ধি …
চারুকলা ও বিনোদন ডোমেইন
এই ক্ষেত্রে পড়ে (আধুনিক ভাষায়):
  • গান-বাজনা, বাদ্যযন্ত্র
  • নাটক, যাত্রাগান, চলচ্চিত্র
  • নাচ, মূকাভিনয়, ভাস্কর্য
  • চারুকলা, চিত্র, হাতের কাজ
 
 
 
 
বাইবেলে রং দেওয়ার সময় খুঁজুন:
  • সঙ্গীত, গানবাজনা, বাদ্যযন্ত্র, নাচ, নাটক
  • কবিতা, সাহিত্য, সংস্কৃতি
  • খেলাধুলা, প্রতিযোগিতা নৃত্য, শিল্পকলা, নকশা
  • পোশাক, ফ্যাশন, অলংকার, সৌন্দর্য, বাগান
  • বিশ্রাম, সঞ্জীবিত হওয়া
উদাহরণ: দ্বিতীয় বিবরণ পুস্তক

দ্বিতীয় বিবরণ পুস্তকে ক্ষেত্র অনুসারে পদে পদে রং দিলে এই চিত্র পাওয়া যায়:

৪৬ %   ধর্ম
২৫ %   সরকার
৬.৫ %  পরিবার
৬ %    অর্থনীতি
৬ %    শিল্প ও বিনোদন
২.৫ %  শিক্ষা
২.৫ %  বিজ্ঞান ও প্রযুক্তি
১ %    যোগাযোগ