ক্ষেত্র ও আইন ০১ – সমাজের ক্ষেত্রের চার্ট ও অথ্য

নিজের চার্ট বুঝাতে চায় যে ঈশ্বর সব ক্ষেত্রেরই ঈশ্বর। তিনি সব ক্ষেত্রের মধ্যে দিয়েই প্রকাশিত ও গৌরবান্বিত। এমন কিছু নেই যা তার অধীনে নয়। তিনি সব কিছুরই উপর প্রভু (Lord of all):

Domain Circle

 

 
অর্থনীতি
  • ঈশ্বর ভাল ও উদার         ঈশ্বর যোগানদাতা হিসাবে প্রকাশিত।
  • কি নিয়ম অনুযায়ী চলে:      কৃষি-সংক্রান্ত আইন।
  • এর মধ্যে পড়ে:             কাজ, ব্যবসা-বাণিজ্য, শ্রমিক, চুক্তি, ঋণ, জমি, চাষাবাদ, মুদ্রা…।
বিজ্ঞান ও প্রযুক্তি ডোমেইন
  • ঈশ্বর শক্তিশালী ও আইন মান্যকারী   ঈশ্বর সৃষ্টিকর্তা হিসাবে প্রকাশিত।
  • কি নিয়ম অনুযায়ী চলে:      প্রাকৃতিক আইন।
  • এর মধ্যে পড়ে:             স্বাস্থ্য, পরিষ্কার-পরিছন্নতা, পুষ্টি, প্রকৃতি, জীব-জন্তু …।
  • ঈশ্বর স্নেহময় ও প্রতিপালক  ঈশ্বর স্বর্গস্থ পিতা হিসাবে প্রকাশিত।
  • কি নিয়ম অনুযায়ী চলে:     ভালবাসার আইন।
  • এর মধ্যে পড়ে:             সম্পর্ক, বিবাহ, সন্তান, সন্তান প্রতিপালন করা, যৌন সম্পর্ক, …।
শিক্ষা ডোমেইন
  • ঈশ্বর প্রজ্ঞাবান              ঈশ্বর মহাগুরু হিসাবে প্রকাশিত।
  • কি নিয়ম অনুযায়ী চলে:     মানবীয় স্বভাব।
  • এর মধ্যে পড়ে:             শিক্ষা, ব্যবহারিক প্রশিক্ষণ, পেশা, স্মৃতিশক্তি, স্মরণ, পাঠ্যক্রম।
যোগাযোগ
  • ঈশ্বর সার্বভৌম ও বিশ্বাসযোগ্য   ঈশ্বর জীবন্ত বাক্য হিসাবে প্রকাশিত।
  • কি নিয়ম অনুযায়ী চলে:     মানবীয় স্বভাব।
  • এর মধ্যে পড়ে:            সংবাদ, রাজদূত, লেখক, বক্তব্য, গণমাধ্যম, লেখা, গল্প, চিহ্ন।
ধর্ম ডোমেইন
  • ঈশ্বর পবিত্র ও দয়ালু        ঈশ্বর মহাপুরোহিত হিসাবে প্রকাশিত।
  • কি নিয়ম অনুযায়ী চলে:     ঈশ্বর দ্বারা নিযুক্ত।
  • এর মধ্যে পড়ে:            পুরোহিত, উৎসর্গ, আরাধনা, তাম্বু, আইন, চুক্তি, প্রার্থনা, পর্ব।
সরকার
  • ঈশ্বর ন্যায়বান               ঈশ্বর রাজাদের রাজা হিসাবে প্রকাশিত।
  • কি নিয়ম অনুযায়ী চলে:      বেসামরিক বা জাতীয় আইন।
  • এর মধ্যে পড়ে:             আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সৈন্য, নেতৃত্ব, দণ্ডনীতি।
চারুকলা ও বিনোদন ডোমেইন
  • ঈশ্বর সুন্দর                ঈশ্বর নির্মাতা বা শিল্পী হিসাবে প্রকাশিত।
  • কি নিয়ম অনুযায়ী চলে:     সৌন্দর্য সংক্রান্ত আইন।
  • এর মধ্যে পড়ে:            বিশ্রাম, সঞ্জীবিত হওয়া, খেলা, নাচ, গানবাজনা, ফ্যাশন, গৃহসজ্জা, বাগান।