বিজ্ঞান ও প্রযুক্তি ০৫ – মানুষ বা বস্তুতে সংক্রামক রোগ

লেবীয় ১৩:২-৩        গণস্বাস্থ্যের সেবায় পুরোহিতদের ভূমিকা

‘যদি কারও গায়ের চামড়ার কোন জায়গা ফুলে ওঠে কিম্বা ফুসকুড়ি দেখা দেয় কিম্বা কিছুটা জায়গা চক্‌চকে বলে মনে হয় যা পরে কোন খারাপ চর্মরোগে দাঁড়াতে পারে, তবে তাকে পুরোহিত হারোণ কিম্বা তার ছেলেদের … কাছে নিয়ে যেতে হবে। ৩ পুরোহিত তার চামড়ার সেই জায়গাটা দেখবে।’

কেন ঈশ্বর পুরোহিতদেরকে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ভূমিকা দেন? পুরোহিতদের উপরে তা কি প্রভাব ফেলে?

  • প্রতিদিন স্মরণ করা হচ্ছে যে ‘আত্মিক বিষয়’ ও ‘সাধারণ বিষয়’ দুটি ঈশ্বরের যত্নে পড়ে।
  • তা দ্বারা পুরোহিতেরা লোকদের সমস্যা বা কষ্ট সম্পর্কে সচেতন হয়, তাদের সঙ্গে যুক্ত হতে থাকে, ‘সাধারণ জীবনের চ্যালেঞ্জগুলির’ সম্মুখীন হতে থাকে, যেন তারা সাধারণ লোকদের সত্যিকারের প্রতিনিধি হতে পারে।
  • তা দ্বারা পুরোহিতেরা বিশেষভাবে অসুস্থ, দুর্বল ও অভাবীদের সাথে যুক্ত হতে থাকে > তাদের সাথে সম্পর্কে থাকার সুযোগ (পুরোহিতদের অন্যান্য ভূমিকাগুলি তা কম করে)। যেন বিনতি করতে থাকেন।

 

অসুস্থদের উপরে এর প্রভাব কি কি?

  • তারা তাদের কষ্ট বা সমস্যা বলার জন্য সুযোগ পায়।
  • ঈশ্বরের কাছ থেকে শোনার সুযোগ রোগ সম্বন্ধে বা রোগের অন্যান্য কারণ সম্বন্ধে (মানসিক, আত্মিক, …)।
  • একজন জ্ঞানী, অভিজ্ঞ ও আত্মিক লোকের শিক্ষা ও সেবা পাওয়া এবং প্রশ্ন করার সুযোগ।

আইনের এই পদ্ধতিতে চললে কি কি করতে হয়?                                                                                                                       

অসুস্থ লোক

  • নিজেকে না লুকানো, সমস্যাটি না লুকানো, সমস্যাটি অস্বীকার না করা।
  • বরং নিজের দায়িত্ব নেওয়া, দায়িত্বশীল হওয়া, সাহায্য চাওয়া এবং
  • নিশ্চিত করা যেন কেউ আমার কাছ থেকে রোগ না পায়।

পুরোহিত

  • দূরে না থাকা, রোগীকে সময় দেওয়া, স্পর্শ করা, কথা শোনা, প্রশ্ন করা ও ব্যক্তিগতভাবে অংশ গ্রহণ করা।
  • রোগীকে সাহায্য করা, উৎসাহ ও শিক্ষা দেওয়া, প্রয়োজন পড়লে তাকে ‘বিপজ্জনক’ হিসাবে ঘোষণা করা।

পুরোহিতকে ঠিক কি কি করতে হবে?

  • রোগ উপস্থিত কিনা, তা নিশ্চিত করা এবং উপস্থিত থাকলে রোগের নির্ণয় করা।
  • রোগের অগ্রগতি দেখতে থাকা: রোগ কি ছড়াচ্ছে? বা কমে যাচ্ছে? তা অনুসারে সিদ্ধান্ত নেওয়া।
  • রোগ সংক্রামক কিনা, তা বের করা। সংক্রমণ প্রতিরোধ করার জন্য দেওয়া নীতি পালন করা।
  • রোগীকে শুচি বা অশুচি হিসাবে ঘোষণা করা ও দিক-নির্দেশনা দেওয়া।

পদ্ধতির ধাপ

  • পরীক্ষা করে দেখা > অপেক্ষা করা বা আলাদা রাখা > আবারও পরীক্ষা করে দেখা। কেন?
  • রোগী একবার মাত্র দেখলে ভুল নির্ণয়ের সম্ভাবনা বেশি, রোগের অগ্রগতি দেখে আরও পরিষ্কার হয়ে যায়।
রোগের লক্ষণের বর্ণনা বা কি শর্তে কি করা

লেবীয় ১৩:২-৮            ফোলা, ঘা, দাগ                           Swelling, Eruption, Spot

যদি কোন জায়গা ফুলে ওঠে কিম্বা ফুসকুড়ি দেখা দেয় কিম্বা কিছু জায়গা চকচকে বলে মনে হয় > খারাপ চর্মরোগ > পুরোহিতদের কাছে যেতে হবে

  • যদি লোম সাদা হয়, ছড়িয়ে আরও গভীরে চলে যায়  > খারাপ চর্মরোগ           > অশুচি
  • যদি সাদা নয়, ছড়িয়ে গভীরে না যায়               > ৭ দিন                   > যদি ছড়িয়ে না যায়, যেমন ছিল তেমনই   > ৭ দিন
  • যদি প্রায় মিলিয়ে যায়, ছড়িয়ে না যায়               > শুচি, কেবল ফুসকুড়ি      > কাপড় ধুয়ে ফেলা
  • যদি ছড়িয়ে পড়ে                                  > ৭ দিন > যদি ছড়িয়ে পড়ে > অশুচি, খারাপ চর্মরোগ

সিদ্ধান্ত নেওয়ার শর্তগুলি: ছড়িয়ে পড়া, গভীরতা।

লেবীয় ১৩:৯-১৭          চর্মরোগ পরের ধাপ                                      Skin disease

  • যদি চামড়ার উপরের কোন জায়গা সাদা হয়ে ফুলে উঠেছে / লোম সাদা হয়ে গিয়েছে / কাঁচা ঘা রয়েছে  > পুরানো খারাপ চর্মরোগ > অশুচি
  • যদি সারা গায়ে রয়েছে কিন্তু সাদা হয়ে গেছে                        > শুচি
    • কিন্তু তার পরে যদি তার গায়ে কোন কাঁচা ঘা দেখা দেয়      > অশুচি, খারাপ চর্মরোগ হয়েছে
    • পরে যদি কাঁচা ঘায়ের অবস্থা বদলে গিয়ে সাদা হয়ে যায়      > পুরোহিত > শুচি

সিদ্ধান্ত নেওয়ার শর্ত: কাঁচা ঘা (খোলা, রক্তের প্রবহন বেশি, সমস্যা চলছে, বন্ধ হয় না)। সিদ্ধান্ত নেওয়ার শর্ত: সাদা হয়ে যাওয়া (শুকিয়ে যায়, রক্তের প্রবহন কমে, বন্ধ হয়, সুস্থ হয়, দাগ হয়) এর মধ্যে পড়তে পারে: বহুদিনের ফোঁড়া, টিউমার।

লেবীয় ১৩:১৮-২৩      সুস্থ হয়ে যাওয়া ফোড়ায় পুনায় ইনফেকশন                secondary infection in boil

  • যদি ফোড়া উঠে সেরে যায়, তারপর জায়গাটা সাদা হয়ে ফুলে ওঠে / লালচে-সাদা চকচকে দেখা যায় >
    • যদি চামড়া ছড়িয়ে গভীরে চলে যায় / লোম সাদা হয়          > অশুচি , ফোড়ার জায়গায় খারাপ চর্মরোগ
    • কিন্তু যদি সাদা লোম / ছড়িয়ে গভীরে না যায়, মিলিয়ে যায়     > ৭ দিন অপেক্ষা
      • যদি ছড়িয়ে যাচ্ছে                                   > অশুচি কিন্তু
      • যদি কোন পরিবর্তন না হয় / ছড়িয়ে না পড়ে           > দাগ মাত্র

কি ধরণের সমস্যা? ফোড়ার বা ঘায়ে পুনরায় ইনফেকশন।

লেবীয় ১৩:২৪-২৮      সুস্থ হয়ে যাওয়া ফোঁড়া ঘায়ে পুনরায় ইনফেকশন            secondary infection in burn

  • যদি কোন পোড়া জায়গার কাঁচা ঘায়ের মধ্যে লালচে-সাদা / সাদা চকচকে কিছু দেখা যায় > পুরোহিতকে
    • যদি চামড়া গভীরে চলে যায় > অশুচি, পোড়া জায়গায় খারাপ চর্মরোগ
    • কিন্তু যদি লোম সাদা হয় নি / চামড়ায় ছড়িয়ে গভীরে চলে যায় নি / মিলিয়ে যায় > ৭ দিন
      • যদি চামড়ার উপরে ছড়িয়ে পড়ে > অশুচি, খারাপ চর্মরোগ
      • কিন্তু যদি যেমন ছিল তেমনি থেকে যায় / চামড়ার উপরে ছড়িয়ে না যায় / প্রায় মিলিয়ে যায় > শুচি, পুড়বার দরুন ওটি ফুলে উঠেছে

কি ধরণের সমস্যা? একটি পোড়ানো ঘায়ে পুনরায় ইনফেকশন।

লেবীয় ১৩:২৯-৩৭       চুলে বা লোমে চুলকানি                                   Hair or beard

  • যদি পুরুষ বা মহিলার চুল বা দাড়ির মধ্যে রোগের লক্ষণ                         > পুরোহিত
    • যদি ছড়িয়ে গভীরে চলে যায় / মধ্যেকার লোম হলুদ, সরু                 > অশুচি, চুলকানি, খারাপ চর্মরোগ
    • কিন্তু যদি চামড়া ছড়িয়ে গভীরে চলে যায় না / কালো লোম নেই            > ৭ দিন
      • যদি ছড়িয়ে পড়ে নি /লোম হলুদ নয় / গভীরে যায় নি               > বাকী চুল,লোম কামিয়ে            > ৭ দিন
        • যদি ছড়িয়ে পড়ে নি / গভীরে যায় নি > কাপড়-চোপড় ধুয়ে  > শুচি
        • যদি ছড়িয়ে পড়ে লোম হলুদ না হলেও, গভীরে না গেলেও   > অশুচি
        • যদি যেমন ছিল তেমনই / জায়গায় কালো লোম গজিয়েছে    > শুচি

সিদ্ধান্ত নেওয়ার শর্ত: ছড়িয়ে যাওয়া (থামে নি বরং আরো চামড়াকে আক্রান্ত করে) অন্য শর্তের চেয়ে প্রাধান্য পায়। সিদ্ধান্ত নেওয়ার শর্ত: ঘায়ের গভীরতা (লোমের অবস্থা দেখা হল তা খুঁজে বের করার একটি পদ্ধতি)। সিদ্ধান্ত নেওয়ার শর্ত: কালো লোম গজানো (চামড়া সাধারণ অবস্থায় ফিরে আসে)

লেবীয় ১৩:৩৮-৩৯      পুরুষ বা মহিলার চকচকে দাগ                              Dull white spots in male or female

  • যদি চামড়ার উপরে সাদা চকচকে দাগ               > পুরোহিতকে দেখাতে হবে
    • যদি দাগগুলি ফ্যাকাসে সাদা হয়              > চামড়ার উপরে শ্বেতী হয়েছে  > আর ক্ষতি হবে না > শুচি

সিদ্ধান্ত নেওয়ার শর্ত: রোগের প্রক্রিয়া, চামড়ার রং।

লেবীয় ১৩:৪০            পুরুষ বা মহিলার চুল উঠে যাওয়া                          Loss of hair in male of female

  • যদি চুল উঠে গিয়ে মাথায় বা কপালে                 > শুচি, টাক
  • কিন্তু যদি মাথায় বা কপালে লালচে-সাদা রঙ্গের লক্ষণ   > অশুচি, খারাপ চর্মরোগ

কি ধরণের সমস্যা? সাধারণ কারণে চুল বা লোম উঠা।

যদি খারাপ চর্মরোগ নিশ্চিত করা হয়েছে (অশুচি)

ছেঁড়া কাপড় পরা, চুল খুলে রাখা, মুখের নীচের দিকটা ঢাকা, চিৎকার করে বলা ‘অশুচি’, ‘অশুচি’

  • বিষয়টি যোগাযোগ করা দরকার যেন রোগ সমাজের মধ্যে ছড়িয়ে না পড়ে।
  • নিজেকে লুকানো বা ‘না বলা’ যাবে না > অন্যদের জন্য ঝুঁকি।
  • রোগীকে দায়িত্ব নিতে হয় যেন তার কারণ অন্যরা আক্রান্ত না হয়।
  • ছাউনির বাইরে একা থাকতে হবে যেন রোগ সংক্রমণ প্রতিরোধ হয়।

লেবীয় ১৩:৪৭-৫৯        পশমের/মসীনার কাপড়ে, সুতার টানা/পোড়েনে, চামড়ার জিনিসে ক্ষয়-করা ছাৎলা

  • সবুজ কিম্বা লালচে দাগ           > পুরোহিত                           > ৭ দিন
  • যদি ছড়িয়ে পড়ে                 > ক্ষয়-করা ছাৎলা অশুচি, জিনিস অশুচি  > পুড়িয়ে দিতে হবে
  • যদি ছড়িয়ে না যায়               > ধুয়ে ফেলতে হবে                    > ৭ দিন
  • যদি একই রকম থেকে যায়        > অশুচি                              > পুড়িয়ে দিতে হবে
  • যদি ফ্যাকাশে হয়ে যায়            > জায়গা ছিঁড়ে ফেলতে হবে            > ৭ দিন?
  • যদি আবার ছাৎলা দেখা দেয়       > ছড়িয়ে পড়েছে                      > অশুচি              > পুড়িয় দিতে হবে
  • যদি জায়গাটা মিলিয়ে যায়         > ধুয়ে ফেলতে হবে                    > শুচি

কি ধরণের সমস্যা? ফাংগাল ইনফেকশন।

লেবীয় ১৪:৩৩-৫৭        বাড়িতে ক্ষয়-করা ছাৎলা                                  Disease in house

মালিক পুরোহিতকে জানাতে হবে > ঘর থেকে সব কিছু বের করতে হবে > পরীক্ষা করে দেখা

  • যদি সবুজ বা লালচে দাগ / ছড়িয়ে গভীরে যায় > ঘর ৭দিন বন্ধ রাখতে হবে
  • যদি ছড়িয়ে যায় নি               > শুচি             > ২টি পাখী উৎসর্গ
  • যদি ছড়িয়ে পড়ে গেছে            > ছাৎলা-করা পাথরগুলো বের করে ও বাকি দেওয়াল চেঁছে শহরের বাইরে অশুচি যায়গায় ফেলে দিতে হয়। নতুন পাথর বসিয়ে ও নতুন মাটি দিয়ে দেওয়াল লেপে দিতে হবে।
    • যদি আবারও ছড়িয়ে পড়ে > অশুচি > ঘর ভেঙ্গে ফেলে সব শহরের বাইরে অশুচি জায়গায় ফেলতে হবে
      • যতজন ঘরে ঢুকবে                   > সন্ধ্যা পর্যন্ত অশুচি
      • যতজন ঘরে ঘুমিয়েছে                 > কাপড়-চোপড় ধুতে হবে
      • যতজন ঘরে খেতে বসছে              > কাপড়-চোপড় ধুতে হবে

কি ধরণের সমস্যা? ফাংগাল ইনফেকশন।

লেবীয় ১৪:১-৯            শুচি হওয়ার পরের কাজ                                  Purification rite

  • স্রোত থেকে তুলে আনা জলে ভরা মাটির পাত্রের উপরে ১টি শুচি পাখী কেটে ফেলা।
  • জীবিত শুচি পাখী, এরস কাঠ, লাল রঙ্গের সূতা এবং এসোব গাছের ডাল আগের পাখীর রক্তে ডুবাবে।
  • যাকে শুচি ঘোষিত করা হয়েছে                                     > তার উপরে ৭ বার ছিটিয়ে দেবে                                           > পাখিকে ছেড়ে দেবে।
  • শুচি হয়ে যাওয়া লোক কাপড়-চোপড় ধুবে, সমস্ত চুল ও লোম কামাবে ও স্নান করে শুচি হবে।
  • ছাউনিতে ঢুকতে পারবে কিন্তু আর ৭ দিন নিজের তাম্বুর বাইরে থাকবে  > আবার সমস্ত চুল ও লোম কামিয়ে ফেলবে, কাপড়-চোপড় ধোবে, স্নান করবে    > সম্পূর্ণ শুচি হবে।

 

লেবী ১৪:১০-৩২ শুচি হওয়ার পরে উৎসর্গ                                           Sacrifices upon purification

  • ১টি খুঁতহীন ভেড়ার বাচ্চা / শস্য / তেল দোষ উৎসর্গ / দোলন-উৎসর্গ দিতে হবে। মাংস > পুরোহিত পাবে, রক্ত দান কানের লতিতে, ডান হাতের ও পায়ের বড় আঙ্গুলে লাগাবে, তেল হাতে নিবে, ৭ বার ছিটিয়ে দেওয়া হবে, ডান কানের লতিতে, ডান হাতের ও পায়ের বড় আঙ্গুলে লাগাবে।
  • ১টি খুতহীন ভেড়ার বাচ্চা / শস্য / তেল পাপ উৎসর্গ
  • ১টি খুঁতহীন ভেড়ী / শস্য / তেল পোড়ানো উৎসর্গ
  • গরীব হলে ২য় ভেড়া ও ভেড়ীর বদলে ২টি পাখি দেওয়া যায় পাপ ও পোড়ানো উৎসর্গ হিসাবে।

 

নীতিগুলি

  • আত্মিক নেতারা দৈনন্দিন, ব্যবহারিক, শারীরিক বিষয়ে অংশ গ্রহণ।
  • রোগীর দায়িত্ব পরীক্ষা করার জন্য আসতে ও নিয়ম পালন করতে।
  • প্রধান উদ্দেশ্য হল: রোগ সংক্রমণ প্রতিরোধ, কষ্ট মেনে নেওয়া যেন প্রতিবেশীরা ক্ষতিগ্রস্ত না হয়।
  • সতর্কতার সঙ্গে বাস্তবভাবে লক্ষ্য করে ও যুক্তি অনুসারে সিদ্ধান্ত নেওয়া বা নির্ণয় করা।
  • সময় এগিয়ে গিয়ে লক্ষ্যের কি উন্নতি হয়, তা খেয়াল করা গুরুত্বপূর্ণ। তা দ্বারা নির্ণয় আরো নিশ্চিত হয়।
  • ঈশ্বর সুস্থ করতে সক্ষম। তিনি আমাদের নিজের শরীরকে নিজে সুস্থ করে তোলার ক্ষমতা দিয়েছেন, তাও দেখানো হয়।

 

চর্ম রোগের বা চর্ম লক্ষ্যের কিছু উদাহরণ