বিজ্ঞান ও প্রযুক্তি ০৬ – মানচিত্রাঙ্কন বিদ্যা

বাইবেলে মানচিত্রের গুরুত্ব ও ব্যবহারের কয়েকটি উদাহরণ:

 ভৌগোলিক তথ্যের তালিকা   –  গণনা ৩৩:১-৪০

গণনা ৩৩:১-২  “মোশি ও হারোণের পরিচালনায় ইস্রায়েলীয়েরা সৈন্যদলের মত করে মিসর দেশ থেকে বের হয়ে আসবার পর ভিন্ন ভিন্ন জায়গায় থেমে থেমে চলছিল। যাত্রাপথে তারা যে সমস্ত জায়গায় থেমেছিল সদাপ্রভুর আদেশে মোশি তা লিখে রাখলেন। তারা যে সমস্ত জায়গায় থেমেছিল তা এই: …”

  • যাত্রার ও জায়গার একটি নির্দিষ্ট ভৌগোলিক তথ্য যত্নের সঙ্গে তালিকাভুক্ত করা।
  • এই ভৌগোলিক তালিকা করার ঈশ্বরের সরাসরি আদেশ > ঈশ্বর ইতিহাস, ইতিহাসের তালিকা, বাস্তবতা, ভূগোল, বিভিন্ন এলাকা ও দেশের গুরুত্ব দিচ্ছেন।
 
সীমার ভৌগোলিক তথ্যের তালিকা  –  গণনা ৩৪:১-১৫

গণনা ৩৪:২  “কনানে ঢুকবার পর সম্পত্তি হিসাবে যে দেশটা তোমাদের দেওয়া হবে তার সীমানা হবে এই:”

  • প্রতিজ্ঞাত দেশের সীমার নির্দিষ্ট উল্লেখ = প্রতিজ্ঞাত দেশের সংজ্ঞা। সীমার গুরুত্বও বুঝায়।
 
যিহোশূয় জমির মাপ ও বর্ণনার নথি দাবী করেন  –  যিহোশূয় ১৮:৩-৬

যিহোশূয় ১৮:৪  “তোমরা প্রত্যেক গোষ্ঠী থেকে তিনজন করে লোক নিযুক্ত কর। দেশটা ভাল করে দেখেশুনে সব কিছু লিখে আনবার জন্য আমি তাদের পাঠিয়ে দেব যাতে তাদের গোষ্ঠীগুলোর মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়া যায়। কাজ শেষ করে তারা আমার কাছে ফিরে আসবে।”

  • জমির লিখিত ভৌগোলিক বর্ণনা (পরিমাপ ও মান উভয়), পরে গোষ্ঠীদের মধ্যে জমি ভাগ।
আশ্রয় শহরগুলিতে প্রবেশ ও যাত্রা  –  দ্বিতীয় বিবরণ ১৯:১-১০

তখন সম্পত্তি হিসাবে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া গোটা দেশটা তোমরা তিন ভাগে ভাগ করে নেবে। তার মধ্য থেকে আশ্রয়-শহর হিসাবে তিনটা শহর তোমরা আলাদা করে নেবে এবং সেখানে যাবার পথও তৈরি করে নেবে। তাহলে কেউ যদি কারও হাতে মারা পড়ে তবে যে মেরেছে সে তার কাছের আশ্রয়-শহরে পালিয়ে যেতে পারবে। … তোমাদের দেশের সীমানা বাড়িয়ে দেবেন…তখন তোমরা নিজেদের জন্য আশ্রয়-শহর হিসাবে আরও তিনটা শহর আলাদা করে রাখবে। যাতে নির্দোষ লোকের রক্তপাত না হয়।

  • জমি মাপতে হবে, ভাগ করতে হবে > আশ্রয় শহর স্থাপন করতে হবে।
  • আশ্রয় শহরে যাওয়ার পথ মাপতে হবে, প্রবেশ নিশ্চিত করতে হবে।
  • প্রবেশ, সমানভাবে ভাগ, যাওয়ার পথের মাপ, ন্যায্যতা পদগুলিতে প্রকাশিত।
  • আনুপাতিকতার ধারণা: আরো জমি পেলে আরো আশ্রয় শহর লাগবে (দ্বিতীয় বিবরণ ১৯:৮-১০)।
লেবীয় শহর  –  গণনা ৩৫:১-৮
  • ইস্রায়েলের মধ্যে লেবীয়দের ৪৮টি শহর দেওয়া হয় (চারিদিকে পশু পাল চরানোর জন্য ৯০০ মিটার পর্যন্ত জমি)। শহরগুলি ঐসময় বেশি বড় ছিল না > লেবীয় শহর ৩-৪ বর্গ কিলোমিটার।
  • আনুপাতিকতা অনুসারে করা: ছোট গোষ্ঠী তুলনামূলক ভাবে কম জমি পায়, তাই অল্প লেবীয় শহর থাকবে।
 
যে লাশের খুনি পাওয়া যায় না  –  দ্বিতীয় বিবরণ ২১:১-৯
  • ঐ সময়ে ঘনবসতি কম বলে শহরের মাঝে কোন সীমানা বা চিহ্ন ছিল না।
  • বর্তমানে প্রশ্ন করা হয়: লাশ কোন থানার অধীনে? ঐসময়ে প্রশ্ন করা হোত: কোন শহর সবচেয়ে কাছে?
  • খুন ও লাশের জন্য কার দায়িত্ব তা ভৌগোলিক অনুসারে সিদ্ধান্ত নেওয়া হোত।
  • কোন এলাকায় কি ঘটে তা আত্মিক ও রাজনৈতিক নেতাদের দেখার দায়িত্ব ছিল।
 
সীমানার গুরুত্ব ও অন্যের সীমানাকে সম্মান করা  –  দ্বিতীয় বিবরণ ২ অধ্যায়

“তোমাদের ভাই এষৌর বংশধরদের রাজ্যের মধ্য দিয়ে এখন তোমাদের যেতে হবে। … তোমরা খুব সাবধান থেকো। তোমরা এষৌর বংশধরদের যুদ্ধের উস্‌কানি দেবে না, কারণ আমি তাদের দেশের কোন অংশই তোমাদের দেব না, এমন কি, পা রাখবার জায়গা পর্যন্ত না। আমি সেয়ীরের এই পাহাড়ী এলাকা এষৌকে তার নিজের দেশ হিসাবে দিয়েছি।”

যদিও ইস্রায়েল মনোনীত জাতি তবুও অন্যদের জমি দখল করার অধিকার তাদের নেই।

  • দ্বিতীয় বিবরণ ২:৪-৬     ইদোম               > দখল করা নিষেধ!
  • দ্বিতীয় বিবরণ ২:৯       মোয়াব               > দখল করা নিষেধ!
  • দ্বিতীয় বিবরণ ২:১৯      অম্মোন               > দখল করা নিষেধ!
  • দ্বিতীয় বিবরণ ২:২৪      ইম্মোরীয়রা (সীহন)    > দখল কর!
  • দ্বিতীয় বিবরণ ৩:২        ইম্মোরীয়রা (ওগ)     > দখল কর!

ইস্রায়েলকে অন্য দেশের সীমানা অবশ্যই সম্মান করতে হবে। দখল করার অনুমতি দেওয়া হয় এমন দেশ, যে দেশের লোকেরা পাপ করতে করতে ঈশ্বরের সাথে তাদের চুক্তি ভেঙ্গে ফেলেছে।

 
ঈশ্বর সীমানা  ঠিক করেন  –  প্রেরিত ১৭:২৬

প্রেরিত ১৭:২৬  “তিনি একজন মানুষ থেকে সমস্ত জাতির লোক সৃষ্টি করেছেন যেন তারা সারা পৃথিবীতে বাস করে। তারা কখন কোথায় বাস করবে তাও তিনি ঠিক করে দিয়েছেন।”

  • ঈশ্বরই জাতিদের অস্তিত্ব, জীবন, সময় ও জমি দেন। তিনি আবার তা ফেরতও নিতে পারেন।
  • সমস্ত জাতি এক মানুষ থেকে এসেছে > আমরা সবাই আত্মীয়, আমাদের মধ্যে কোন পার্থক্য নেই।
ঈশ্বর সময়ের সীমানা  ঠিক করেন  –  দানিয়েল ২:২০-২১

দানিয়েল ২:২০-২১  “তিনি বললেন, “ঈশ্বর চিরকাল ধন্য হোন; জ্ঞান ও শক্তি তাঁরই। তিনিই সময় ও ঋতু তাঁর অধীনে রাখেন; তিনি রাজাদের সিংহাসনে বসান ও নামিয়ে দেন। তিনি জ্ঞানীদের জ্ঞান দান করেন আর বুদ্ধিমানদের বুদ্ধি দান করেন।”

  • ঈশ্বর শুধুমাত্র অস্তিত্ব ও জমি দান করেন না, বরং সময়, নেতৃত্ব, প্রভাবও দান করেন … রাজাদের, সরকারকে, কিন্তু সাধারণ মানুষদেরও।
  • বাইবেল সব ক্ষেত্রে সীমানার গুরুত্ব দেখায় (ভূগোল, সময়, নৈতিকতা, অধিকার ও দায়িত্বের ক্ষেত্রে)।
  • ভৌগোলিক উদাহরণ: আফ্রিকায় জমির নির্দিষ্ট সীমানার চিহ্ন নেই > ফলে মাত্র ৫০অর্ধেক জমিতে চাষ করা হয়।
  • নৈতিক উদাহরণ: জানা কে আমার স্ত্রী বা স্বামী, কে আমার স্ত্রী বা স্বামী নয়।
  • পারিবারিক উদাহরণ: জানা সন্তানের যত্ন নেওয়া কার দায়িত্ব বা কার দায়িত্ব নয়।
  • কাজের ক্ষেত্রে উদাহরণ: জানা আমার কাজ বা উদ্দেশ্য ঠিক কি, আমার অধিকার কি বা কি নয়।
 
একটি সমাজের উন্নয়নে মানচিত্রের গুরুত্ব কি
  • মানচিত্র তৈরি হচ্ছে মূল্যায়ন ও সচেতন হওয়ার, প্রয়োজন বুঝানোর, অভাব, সুযোগ বা অগ্রগতি দেখানো, পরিবর্তনের জন্য উৎসাহ দেওয়ার সরঞ্জাম।
  • মানচিত্র তৈরি হচ্ছে যোগাযোগ বা তথ্যের সংগ্রহ করার চমৎকার পদ্ধতি।
  • মানচিত্র তৈরি হচ্ছে ন্যায্যতা, মানবীয় অধিকার রক্ষা করা, উন্নয়ন, চুক্তি, ঐক্যতা ও ইতিহাসের তালিকা করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম।