ক্ষেত্র ও আইন ০৩ – সব ক্ষেত্রে ঈশ্বর প্রকাশিত ও গৌরবান্বিত

অর্থনীতি
  • তিনি যোগানদাতা।
  • তিনি যিহোবা যিরি।
  • তিনি দানশীল ও বড় মনের।
  • তিনি মঙ্গলময়।
 
 
ঈশ্বর গৌরবান্বিত
  • যখন বিবাহে শান্তি ও সম্মান থাকে।
  • যখন শিশু বুকের দুধ খায়।
  • স্বামী-স্ত্রীর দেহের মিলনে।
  • সন্তানরা যখন ফুটে উঠে।
  • নতুন প্রজন্ম যখন উন্নত হয়।
  • যখন মানুষ বন্ধুত্বের মধ্যে থাকে।
  • দিদিমা যখন সম্মান পান।
 
যোগাযোগ
  • তিনি জীবন্ত বাক্য।
  • তিনি জীবনদায়ী বাক্য।
  • তিনি সত্য।
  • তিনি বাস্তবতার ঈশ্বর।
  • তিনি প্রতিজ্ঞারক্ষাকারী ও নির্ভরযোগ্য ঈশ্বর।
  • তিনি নিজেকে প্রকাশ দানকারী ঈশ্বর।
 
সরকার
  • তিনি রাজাদের রাজা।
  • তিনি প্রভুদের প্রভু।
  • তিনি আইনদাতা।
  • তিনি ন্যায় বিচারক।
 
ঈশ্বর গৌরবান্বিত
  • চাষ করা ক্ষেত-খামারে।
  • ভাল মানের মাল-পত্রতে।
  • খাবার যথেষ্ট থাকলে।
  • সুবিধার জিনিস যখন পাওয়া যায়।
  • পরিশ্রমে।
  • ন্যায্য দামে যখন ক্রয়-বিক্রয় হয়।
  • উপযুক্ত সময়ে দেওয়া বেতনে।
  • যখন ভাল জিনিষ আনন্দের সঙ্গে ভোগ করা হয়।
 
  • তিনি সম্পর্কের ঈশ্বর।
  • তিনি আমাদের স্বর্গস্থ পিতা।
  • যীশু হলেন বাধ্য পুত্র।
  • ত্রিত্ব ঈশ্বর অনন্তকাল থেকে সম্পর্কে আছেন।
ঈশ্বর গৌরবান্বিত
  • যখন সত্যি কথা বলা হয়।
  • যখন চুক্তি পালন ও কথা পূর্ণ করা হয়।
  • যখন আদালতে সাক্ষী সত্যি কথা বলে।
  • যখন রিপোর্ট উপযুক্ত হয়।
  • যখন খবরের কাগজে সঠিক তথ্য পাওয়া যায়।
  • যখন মানুষ পরস্পরের খোঁজ নেয়।
  • যখন উৎসাহমূলক কথা বলা হয়।যখন মন্দের বিরুদ্ধে কেউ দাড়ায়।
 
ঈশ্বর গৌরবান্বিত
  • ন্যায় বিচারে।
  • কার্যকারী ব্যবস্থাপনায়।
  • সুরক্ষিত সীমানায়।
  • আইন-শৃঙ্খলায়।
  • যখন স্বাধীনভাবে চলাফেরা করা যায়।
  • রাস্তায় নিরাপত্তা থাকলে।
  • যখন প্রতিবেশীরা শান্তিতে একসাথে বাস করে।
  • যখন দুর্বলদের সুরক্ষা থাকে।
 
 
বিজ্ঞান ও প্রযুক্তি ডোমেইন
  • তিনি সৃষ্টিকর্তা ঈশ্বর।
  • তিনি বস্তু জগতের প্রভু।
  • তিনি শক্তিশালী।
  • তিনি আইন পালনকারী ঈশ্বর।
 
 
ঈশ্বর গৌরবান্বিত
  • যখন মানুষের জ্ঞান বাড়ে।
  • যখন দক্ষতা এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যায়।
  • যখন মানুষ লিখতে ও পড়তে জানে।
  • যখন গবেষণায় নতুন কিছু আবিষ্কার হয়।
  • যখন গরীবরা সুযোগ পায়।
  • যখন দক্ষতা বাড়ে।
  • যখন বুড়ো-বুড়ী প্রজ্ঞাপূর্ণ হয়।
  • যখন বাচ্চারা কৌতূহলী।
 
ধর্ম ডোমেইন
  • তিনি মহা পুরোহিত।
  • তিনি একমাত্র উৎসর্গ যাতে ক্ষমা হয়।
  • তিনি পবিত্র ও দয়ালু।
  • তিনি আমাদের সাথে সম্পর্ক করাতে ইচ্ছুক।
 
চারুকলা ও বিনোদন ডোমেইন
  • তিনি সৃজনশীল।
  • তিনি ভিন্নতা পছন্দ করেন।
  • তিনি সৌন্দর্যকে পছন্দ করেন।
  • তিনি আমাদের পুনরুদ্ধার করেন।
ঈশ্বর গৌরবান্বিত
  • যখন গ্রামে বিশুদ্ধ পানি পাওয়া যায়।
  • যখন যন্ত্র ভালভাবে কাজ করে।
  • যখন বিদ্যুৎ থাকে।
  • ফসলের পরিমাণ যখন বেড়ে যায়।
  • বাড়ীর মজবুত নির্মাণে।
  • রোগ প্রতিরোধ করাতে।
  • বৃদ্ধিপ্রাপ্ত লোকসংখ্যার জন্য যখন ব্যবস্থা করা হয়।
 
শিক্ষা ডোমেইন
 
  • তিনি মহাগুরু।
  • তিনি জ্ঞানের উৎস।
  • তিনি অর্থের প্রভু।
  • তিনি বুঝানোর ক্ষমতার ঈশ্বর।
  • তিনি প্রজ্ঞা।
 
ঈশ্বর আনন্দ পান
  • যখন মানুষ তাঁর সম্বন্ধে বোঝে।
  • যখন লোকেরা দয়া পায়।
  • যখন বন্ধুরা প্রার্থনা করে।
  • যখন আত্মিক ও মানসিক সুস্থতা থাকে।
  • যখন বিশ্বাসীরা সেবার ক্ষেত্রে বৃদ্ধি পায়।
  • যখন মানুষ বুঝে কি করা ভাল ও তাই পছন্দ করে।
  • যখন প্রজ্ঞাপূর্ণ পরামর্শ দেওয়া হয়।
  • যখন আর একটি সুযোগ দেওয়া হয়।
 
ঈশ্বর গৌরবান্বিত
  • যখন মানুষ বিশ্রাম ও পুনরুদ্ধার পায়।
  • যখন মজার ক্রিকেট খেলা চলছে।
  • গান-বাজনায়।
  • উৎযাপন ও নাচে।
  • শান্ত পার্কে বা প্রাকৃতিক দৃশ্যে।
  • হাতের কাজে ও শিল্প বিদ্যায়।
  • ছেলেরা যখন কাদায় ফুটবল খেলে।
 
ঈশ্বর গৌরবান্বিত
  • সব ধরণের সৎ কাজে ও পেশায়।
  • যে কোনো কাজ যা তাঁর নীতি অনুসারে করা, তা ঈশ্বরেরই কাজ।

ঈশ্বরের মত আমাদেরও বড় চিন্তা করা দরকার, আরও বড় দৃষ্টি রাখা দরকার। আমাদেরকে নতুনভাবে ও খোলা মনে বাইবেলের অধ্যয়ন করতে হবে। মণ্ডলীর চিন্তা অতি সরু হয়ে গেছে। উদাহরণ: উইলিয়াম কেরী সব ক্ষেত্রের উপরে তার বিরাট প্রভাব ছিল এবং তিনি অনেক ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কাজ করেছিলেন।