আমরা হচ্ছি একটি খ্রীষ্টিয় দল এবং আমাদের হৃদয়ের আকংঙ্ক্ষা হচ্ছে লোকদের মাঝে আরও বাইবেল অধ্যয়ন ও বাইবেল বোঝার ক্ষমতা বৃদ্ধিকরণ। এই ওয়েব সাইটে যা কিছু আছে সে গুলো হচ্ছে আমাদের বর্তমান অধ্যয়নের প্রতিফলন। আমরা বলছি না এখানেই ‘সব কিছু’ বা ‘সব সত্য’ আছে বা ‘ঈশ্বরের আর কিছু বলার নেই’। এখানে উপস্থাপন করা হয়েছে বাইবেলে ঈশ্বরের বলা অনেক বিষয়গুলোর মধ্যে কিছু বিষয়গুলো যেগুলো দুঃখজনক ভাবে মণ্ডলিতে বেশি শিক্ষা বা প্রচার করা হয় না। কিন্তু আমরা মনে করি সেই বিষয়গুলো বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ, কার্যকারী ও প্রাসঙ্গিক। আমরা এই ধরণের বিষয়গুলোর আলোচনা শুরু করতে এবং পরবর্তীতে আরও অধ্যয়ন চালিয়ে যেতে উৎসাহিত করতে চাই। আমরা অধ্যয়ন করে এখন পর্যন্ত যা কিছু পেয়েছি সেগুলো এখানে উপস্থাপন করছি। আপনি হয়তো বা আমাদের প্রতিটি পয়েন্টের সাথে একমত হতে পারেন বা নাও হতে পারেন, কিন্তু আসুন এই বিষয় গুলো নিয়ে চিন্তা করি। আমরা আপনাদের নিজস্ব অধ্যয়নের প্রতিক্রিয়া ও চিন্তা শোনার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি। অবশ্যই মতামত জানাবেন।