ক্ষেত্রেগুলো ও আইন-কানুন ০৭ – সমাজের ক্ষেত্রগুলোর উদ্দেশ্য ও ভূমিকা

সমাজের প্রত্যেকটি ক্ষেত্রের জন্য ঈশ্বরের উদ্দেশ্য কি? ক্ষেত্রের সঠিকার ভূমিকা কি?

  • প্রয়োজনীয়, সুবিধা ও সুন্দর জিনিস-পত্র তৈরি করা, এমন জিনিস যার চমৎকার মান, সম্পদের ভাল ব্যবহার, ন্যায্য দাম ও যথেষ্ট সরবরাহ থাকে।
  • মানুষের জন্য উপার্জন ব্যবস্থাকারী কাজের সুযোগ তৈরি করা যাতে শ্রম ও দক্ষতার উপযুক্ত বেতন থাকে, যাতে তাদের সর্বোচ্চ উন্নতি হতে পারে এবং যাতে তারা তাদের দক্ষতা গুরুত্বপূর্ণ ও অর্থপূর্ণ কাজে লাগাতে পারে। তাতে তাদের ও সবার জীবনের মান বাড়ে।
অর্থনীতি
বিজ্ঞান ও প্রযুক্তি ডোমেইন
  • ঈশ্বরের সৃষ্টি যে প্রাকৃতিক আইন বা সূত্র অনুসারে চলে সেগুলি আবিষ্কার কারা ও এমনভাবে প্রয়োগ করা যাতে মানবীয় জীবনের মাণ উন্নত হয়, স্বাস্থ্যের অবস্থা আরো ভাল হয়, খনিজ-সম্পদ ও সৃষ্টির অন্যান্য ধনের আরো দায়িত্বশীল ভাবে রক্ষণাবেক্ষণ করা হয়।
  • এমন জিনিস-পত্র তৈরি করা যা আরো কার্যকারী, আরো সস্তা, আরো দীর্ঘমেয়াদী, আরো অল্প সম্পদ দিয়ে তৈরি, মানুষের জন্য নিরাপদ ও পরিবেশের জন্য আরো যত্নশীল।
 
  • পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বৃদ্ধিজনক পরিবেশ তৈরি করা যেখানে তারা ভালবাসা, সুশৃঙ্খলা ও ঈশ্বরীয় চিন্তা-ধারণাগুলির আদর্শ দেখে ঈশ্বরীয় মূল্যবোধ শিখতে পারে।
শিক্ষা ডোমেইন
  • প্রত্যেকজন এবং বিশেষভাবে প্রত্যেক বাচ্চার মধ্যে ঈশ্বর দেওয়া গুণ, তালন্ত ও দক্ষতার জন্য বৃদ্ধিজনক একটি পরিবেশ তৈরি করা, যেন তার সর্বোচ্চ সম্ভাবনা বাস্তবায়ন করে সে অন্যদের সেবা করতে এবং সমাজের জন্য একটি উপকারী ভূমিকা রাখতে পারে।
  • সত্যিকার, প্রয়োজনীয় ও পক্ষপাতশূন্য তথ্যের ব্যবস্থা করা যাতে সমাজের সবাই জ্ঞানী সিদ্ধান্ত নিতে সুযোগ পায়। সত্য বলার অধিকার রক্ষা করা কারণ যেখানে যোগাযোগের স্বাধীনতা থাকে সত্য নিজেকে প্রমাণিত করবে।
যোগাযোগ
ধর্ম ডোমেইন
  • এই ক্ষেত্রের কর্মীরা যেন ঈশ্বরের পক্ষ প্রতিনিধি হয় লোকদের কাছে (পবিত্র জীবন-যাপন ও শিক্ষার মাধ্যমে) এবং লোকদের পক্ষ প্রতিনিধি হয় ঈশ্বরের কাছে (বিনতির মাধ্যমে)।
  • তারা সব বিশ্বাসীদের শিষ্যত্ব নিশ্চিত করবে, যেন বিশ্বাসীরা ঈশ্বরের বৈশিষ্ট্য ও চরিত্র জানে, ঈশ্বরের বাক্য দৈনিক জীবনে ও কাজে প্রয়োগ করার বিষয়ে শিক্ষা ও আদর্শ পায়।
  • তারা আরাধনা ও মণ্ডলীর জীবনে এই বিশ্বাসের প্রকাশের জন্য ব্যবস্থা করা।
  • দয়া দেখানো।
 
 
  • প্রত্যেক নাগরিকের জন্য (ও বিশেষভাবে দুর্বলদের জন্য) ন্যায় বিচারের ব্যবস্থা করা এবং সমান অধিকার রক্ষা করা।
  • সমাজের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করা।
  • কার্যকারী ভাবে প্রয়োজনীয় প্রশাসনের সার্ভিস দেওয়া।
সরকার
চারুকলা ও বিনোদন ডোমেইন
 
  • মানুষের প্রাণের জন্য বিশ্রাম, প্রশান্তি, আরাম ও পুনরুদ্ধারের জন্য সৌন্দর্য, আনন্দ, খেলা ও প্রতিযোগিতার আনন্দ ব্যবস্থা করা।